২৮ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলেট সুরক্ষা সংক্রান্ত তথ্য জ্ঞাপন সভায় জানা গেছে, সম্প্রতি সোলোমোন দ্বীপপুঞ্জে দাংগাহাংগামা ঘটার পর চীন সেখান থেকে মোট প্রায় ৬০০জন প্রবাসী চীনাকে প্রত্যাহার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলেট বিভাগের উপ-পরিচালক ওয়ে ওয়েই জানিয়েছেন, এই ৬০০ জনের মধ্যে ৩১০ জন বিশেষ বিমান যোগে চীনের কুয়াংচৌতে পৌঁছেছেন, অন্য প্রায় ৩০০ জন নিকটবর্তী অষ্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড প্রভৃতি দেশে গিয়েছেন।
ওয়ে ওয়েই বলেছেন, চীন আর সোলোমোন দ্বীপপুঞ্জের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই বলে সোলোমোনের কাছাকাছি পাপুয়া নিউ গিনি , অষ্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডস্থ চীনা দূতাবাসের মাধ্যমে এবারকার প্রত্যাহারেরর কাজ সম্পন্ন হয়েছে। অষ্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সরকারও সাহায্য করেছে।
|