২৮ এপ্রিল উত্তর চীনের সানসি প্রদেশের পিং ইয়াও জেলা সরকার সূত্রে জানা গেছে , বিশ্ব উত্তরাধিকার তহবিল সম্প্রতি পিং ইয়াও প্রাচীন নগরের সংরক্ষণ আর উন্নয়নে ১২লক্ষ৪০ হাজার মার্কিন ডলার অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ।
চীনে পিং ইয়াও জেলা এমন একটি প্রাচীন নগর , যা সবচেয়ে ভাল আবস্থায় সংরক্ষিত আছে । প্রাচীন নগরে সংরক্ষিত ৪ হাজার বাড়িঘরের আধিকাংশই শতাধিক বছর পুরানো । ১৯৯৭ সালে পিং ইয়াও জেলাকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্ব সংস্কৃতির উত্তরাধিকার তালিকাভূক্ত করা হয়েছে ।
বিশ্ব উত্তরাধিকার তহবিলের একজন দায়িত্বশীল ব্যক্তি এই মত প্রকাশ করেছেন যে , চীনে পিং ইয়াও প্রাচীন নগর এমন একটি সম্পদ , যার ওপর বিশ্ব উত্তরাধিকার তহবিল সর্বাগ্রে মনোযোগ দেয় । তহবিল পুরাকীর্তি আর পর্যটনের ক্ষেত্রে তাকে পেশাগত জ্ঞান আর পুঁজি দিয়ে সমর্থন করবে ।
|