চীনের শিক্ষামন্ত্রী চৌ চি ২৭ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, পরবর্তী পাঁচ বছরে চীনের রাষ্ট্রীয় অর্থের মধ্যে ২১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বেশি বরাদ্দ গ্রামের বাধ্যতামূলক শিক্ষার জন্য দেয়া হবে।
জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কাছে সংশ্লিষ্ট রিপোর্ট পেশ করার সময় চৌ চি এই তথ্য জানিয়েছেন। অর্থনৈতিক পশ্চাত্পদতার কারণে চীনের গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষার ভিত্তি দুর্বল, শিক্ষার সম্পদের অভাব রয়েছে। চৌ চি বলেছেন, চীন সরকার বাধ্যতামূলক শিক্ষাকে গণ-আর্থিক নিশ্চিতবিধানের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় সরকার যৌথভাবে গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষার ব্যয় বহন করার নিশ্চয়তাবিধান ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিনি আরো বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত "চীনের শিক্ষা উন্নয়ন কর্মসূচী" প্রণয়নের কাজ শুরু করেছে।
জানা গেছে, চলতি বছরে পশ্চিম চীনের গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের শিক্ষা ও বিবিধ ফি মওকুফ করা হবে। আগামী বছরে মধ্য ও পূর্ব চীনের গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের শিক্ষা ও বিবিধ ফি মওকুফ করা হবে।
|