বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় নেটোর অনানুষ্ঠানিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ২৭ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন।
একইদিনে রাইস একটি সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে ইরান আন্তর্জাতিক সমাজের দাবি মেটাতে পারার সম্ভাবনা খুবই কম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক সমাজে তার আস্থা রক্ষা করা। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে, নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে ব্যবস্থা নেবে। নিরাপত্তা পরিষদ হলো ইরানের পারমাণবিক সমস্যায় ব্যবস্থা নেয়ার চাবিকাঠি।
|