২৭ এপ্রিল নেপালের রাজপ্রাসাদ ঘোষণা করেছে যে , নেপালের রাজা জ্ঞানেন্দ্র একইদিনে আনুষ্ঠানিকভাবে নেপালের কংগ্রেস পার্টির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কোইরালাকে নতুন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেছেন ।
জানা গেছে, একইদিন সন্ধ্যায় প্রকাশিত একটি বিবৃতিতে তিনি এই কথা ঘোষণা করেছেন । কোইরালা পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হবেন ।
২৪ এপ্রিল রাতে রাজা জ্ঞানেন্দ্র বেতারের মাধ্যমে সারাদেশের কাছে ভাষণ দেয়ার সময়ে ঘোষণা করেছেন ২০০২ সালের মে মাসে ভেঙ্গে দেয়া সংসদ পুনরুদ্ধার করা হবে এবং বিরোধী দল "সাত দলীয় জোট" প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম দাখিল করবে এবং নতুন সংসদ গঠন করবে। ২৫ এপ্রিল "সাত দলীয় জোটের" নেতারা অধিবেশন আয়োজন করেছেন এবং কোইরালাকে নতুন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ধার্য করার সিদ্ধান্ত নিয়েছেন ।
|