v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-28 10:34:43    
ছেন থান ছিউ

cri
    ১৯৪৫ সালের জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির সপ্তম জাতীয় কংগ্রেসে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছেন থান ছিউ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন । সেই সময় প্রতিনিধিরা জানতেন না যে এক বছর নয় মাস আগে সিচিংয়ের একটি জেলখানায় কোমিংটাং বাহিনী গোপনে ছেন থান ছিউকে হত্যা করেছে ।

    ছেন থান ছিউ ১৮৯৬ সালে হু পে প্রদেশের হুয়ান কানে জন্মগ্রহণ করেন । তিনি ১৯১৯ সালের ৪ মে আন্দোলনে অংশ নিয়েছিলেন । ১৯২০ সালের সরত্কালে ছেন থান ছিউ ও তুং পি উ উ হান শহরে কমিউনিজম গ্রুপ গঠন করেন । ১৯২১ সালের জুলাই মাসে তিনি পার্টির প্রথম জাতীয় কংগ্রেসে অংশ নেন । ছেন থান ছিউ চীনের কমিউনিস্ট পার্টির আনইউয়ান আঞ্চলিক কমিটির সদস্য , উ ছান আঞ্চলিক কমিটির সম্পাদক , হুপেই আঞ্চলিক কমিটির সাংগঠনিক বিভাগের প্রধান , চিয়াংসি প্রাদেশিক কমিটির সম্পাদক , চিয়াংসু প্রাদেশিক কমিটির সাংগঠনিক বিভাগের প্রধান , মানচৌ প্রাদেশিক কমিটির সম্পাদক আর চিয়াংসু প্রাদেশিক কমিটির মহাসচিব পদে ছিলেন । ছেন থান ছিউ বিভিন্ন জায়গার শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন আর সৈনিক আন্দোলন নেতৃত্ব করে কমিউনিস্ট পার্টির ব্রতের জন্য নিরলস প্রয়াস চালিয়েছিলেন ।

    ১৯৩৩ সালের প্রথম দিকে ছেন থান ছিউ পার্টিরফুচিয়েন প্রাদেশিক কমিটির সম্পাদক হিসেবে পার্টির বিপ্লবী ঘাঁটি এলাকায় কাজ করতে শুরু করেন । ১৯৩৪ সালের জানুয়ারী মাসে রুইচিনে অনুষ্ঠিত চীনের দ্বিতীয় জাতীয় কংগ্রেসে ছেন থান ছিউ কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহী কমিটির সদস্য আর খাদ্যমন্ত্রী নির্বাচিত হন । লাল ফৌজের লং মার্চের পর ছেন থান ছিও বিপ্লবী ঘাঁটি এলাকায় গেরিলা যুদ্ধ পরিচালনা করেন এবং পার্টির চিয়াংসি প্রাদেশিক কমিটির সাংগঠনিক বিভাগের প্রধান হন । ১৯৩৫ সালের আগষ্ট মাসে ছেন থান ছিউ মস্কোয় গিয়ে কমিটার্নের সপ্তম কংগ্রেসে অংশ নিয়েছেন এবং কমিটার্নে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের কাজে অংশ নিয়েছেন ।

    ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে ছেন থান ছিউ দেশে ফিরে এসে সিংচিয়ানে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ও আট রুট বাহিনীর কার্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি হন । তিনি সিংচিয়ানের যুদ্ধবাজ সেন সি ছাইয়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন । যখন সেন সি ছাই প্রকাশ্যে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্টদের বিরোধিতা করতে শুরু করে , পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশে সিংচিয়ানে কর্মরত যাবতীয় পার্টি সদস্য প্রত্যাহার করতে শুরু করেন । ছেন থান ছিউ নিজেকে প্রত্যাহারের শেষ কিস্তির নামের তালিকায় রাখার সিদ্ধান্ত নিলেন । তিনি বলেছেন , শেষ কমরেড স্থানান্তরিত না হওয়া পর্যন্ত আমি চলে যাবো না ।

    ১৯৪২ সালের ১৭ সেপ্টেম্বর ছেন থান ছিউ গ্রেপ্তার হন । শত্রু নানা উপায়ে তাকে অত্যাচার করে এবং তাকে পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আদেশ  দেয় । ছেন থান ছিউ শত্রুর আদেশ অস্বীকার করেন। ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর শত্রু গোপনে ছেন থান ছিউকে হত্যা করে। মৃত্যুর সময় তার বছর ছিল ৪৭ বছর ।