নেপালের সরকার বিরোধী সশস্ত্র শক্তি ২৬ এপ্রিল সন্ধ্যায় বলেছে যে, রাজধানী কাঠমন্ডু ও দেশের ৭৫টি জেলার স্থানীয় সরকারীর স্থাপনায় তিন মাস ব্যাপী একতরফা হামলা স্থাগিত রাখা হয়েছে, যাতে দেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ভালভাবে চলতে পারে ।
সরকার বিরোধী সশস্ত্র শক্তির নেতা প্রাচাঁদ বলেছেন , তারা যুদ্ধ বিরতিকালে কোনো আক্রমণ করবে না, তার লক্ষ্য হচ্ছে সংসদের বিভিন্ন রাজনৈতিক পার্টিকে শর্তহীনভাবে নতুন সংবিধান প্রণয়নের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি সম্মেলন আয়োজনের সুযোগ দেয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা সমর্থন করা। এর আগে, সরকার বিরোধী সশস্ত্র শক্তি আরো ঘোষণা করেছে যে রাজধানীর অবরোধ শর্ত সাপেক্ষভাবে তুলে নেয়া হবে।
২৪ এপ্রিল রাতে নেপালের রাজা জ্ঞানেন্দ্র ২০০২ সালের মে মাসে ভেঙে দেয়া সংসদ পূণর্বহালের ঘোষণা দিয়েছেন। তিনি বিরোধী দলগুলোর নির্বাচিত প্রথম সরকার গঠন করবেন বলেও ঘোষণা করেন।
আবার চালু হওয়া সংসদের প্রথম অধিবেশন ২৮ এপ্রিল আয়োজিত হবে।
|