চীন সাফল্যের সংগে একটি রিমোট সেন্সিং উপগ্রহ উত্ক্ষেপন করেছে
cri
২৭ এপ্রিল ৬টা৪৮ মিনিটে চীন উত্তর চীনের থাই ইউয়ান উপগ্রহ উত্ক্ষেপন কেন্দ্রে লং মার্চ-চার নামে পরিবাহক -রকেটের সাহায্যে করে সাফল্যের সংগে রিমোট সেন্সিং এক নং নামে উপগ্রহ নির্ধারিত কক্ষপথে পাঠিয়েছে । এবছর চীন এই প্রথম বারের মতো মহাকাশে উপগ্রহ উত্ক্ষেপন করলো । উপগ্রহটির ওজন ২৭০০ কিলোগ্রাম । তা প্রধানতঃ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা , শক্তি সম্পদের জরীপ , ফসলের উত্পাদন পরিমাণ অনুমাণ আর দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
|
|