২৬ এপ্রিল চের্নোবিল পারমাণবিক বিদ্যুত্ স্টেশনের দুর্ঘটনার ২০তম বার্ষিকী উপলক্ষে রাজধানী কিয়েভে স্মারক তত্পরতা পালিত হয়েছে । জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান একইদিনে একটি বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের প্রতি দুর্ঘটনায় আহতদের সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন ।
একইদিনের তত্পরতায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইউশ্চেনকো, প্রধানমন্ত্রী ইউরি ইয়েখানুরোভ প্রমুখ নেতারা চের্নোবিল পারমাণবিক বিদ্যুত্ স্টেশনের দুর্ঘটনায় নিহত বীরদের স্মৃতিসৌধের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন । ইউশ্চেনকো বিশেষভাবে চের্নোবিল পারমাণবিক বিদ্যুত্ স্টেশন পরিদর্শন করেছেন । তিনি বলেছেন, ইউক্রেন সরকার চের্নোবিল দুর্ঘটনায় আহতদের জন্যে নতুন সামাজিক নিশ্চয়তা নীতি প্রণয়ন করবে ।
একইদিনে জাতিসংঘের মহাসচিব কোফি আন্নানের বিবৃতিতে বলা হয়েছে যে, মানবজাতিকে দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে ,বিশেষ করে দুর্ঘটনা ঘটার পর , জনসাধারণের কাছে স্বচ্ছ, দ্রুত ও বিশ্বাসযোগ্যতথ্য দেয়া উচিত ।
|