এবছর চীনের পণ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । প্রথম কোয়ার্টারে ১১টি দেশ চীনের পণ্যের বিরুদ্ধে ২২টি বাণিজ্যিক বিরোধ সৃষ্টি করেছে ।
২৬ এপ্রিল প্রকাশিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রিপোর্ট বলা হয়েছে , প্রথম কোয়ার্টারে চীনের পণ্যের বিরুদ্ধে যে বাণিজ্যিক বিরোধ মামলার সংখ্যা আর এতে সংশ্লিষ্ট মূল্য গত বছরের অনুরুপ সময়ের তুলনায় বেড়েছে । তা ছাড়া আগে বেশির ভাগ বাণিজ্যিক বিরোধ পণ্যের সংগে জড়িত ছিল । এখন বেশির ভাগ বিরোধ নীতি ও ব্যবস্থার বিরুদ্ধে জড়িত হয়েছে ।
বিশ্লেষকরা মনে করেন যে , চীনের শিল্প প্রতিষ্ঠান যে বাণিজ্যিক বিরোধের শিকার হয়েছে , তা প্রধানতঃ কতকগুলো নতুন ধরনের বাণিজ্যিক প্রতিবন্ধক থেকে এসেছে । যেমন পরিবেশ সুরক্ষা আর খাদ্যের নিরাপত্তা প্রভৃতির অজুহাতে প্রযুক্তিগত বাণিজ্যিক প্রতিবন্ধক । এ সব বাণিজ্যিক প্রতিবন্ধক মোকাবিলা করতে হলে চীনের শিল্প প্রতিষ্ঠানের পণ্যের প্রযুক্তিগত মান আর উত্কৃষ্টতা উন্নত করতে হবে ।
|