চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৭ এপ্রিল আবুজায় নাইজেরিয়ার সিনেটের স্পিকার নামানি আর প্রতিনিধি পরিষদের স্পিকার মাসারির সংগে সাক্ষাত করেছেন । দুপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর দুদেশের সংসদের আদান প্রদান সম্প্রসারিত করার বিষয়ে মত বিনিময় করেছে ।
হু চিন থাও বলেছেন , দুদেশের মধ্যে যে রাজনৈতিক আস্থা , অর্থনৈতিক উপকারিতা আর আন্তর্জাতিক ব্যাপারে পারস্পরিক সাহায্যের কৌশলগত অংশিদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে , তা দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য পথ -নির্দেশনা দিয়েছে । চীন দুদেশের সম্পর্ক উন্নয়নের ওপর ব্যাপক গুরুত্ব দেয় এবং আশা করে যে , দুদেশের আইন প্রণয়নকারী সংস্থা অব্যাহতভাবে আদান প্রদান চালিয়ে জনগণের মধ্যে সফর বিনিময় বাড়াবে , আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন প্রভৃতি ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রের সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে এবং দুদেশের কৌশলগত অংশিদারিত্বের সম্পর্ক নিরন্তর গভীর করবে ।
|