চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৭ এপ্রিল বলেছেন, চীন ২৫ এপ্রিল শ্রীলংকায় সংঘটিত বোমা হামলার ঘটনায় নিন্দা করে।
পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রীলংকার স্থল বাহিনীর সেনাপতি সারাথ ফোন্সেকার আত্মঘাতী বোমা হামলার শিকার হওয়া প্রসঙ্গে সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং বলেছেন, চীন যে কোন ধরনের বলপ্রয়োগের আচরণ নিন্দা করে। ছিন কাং বলেছেন, শ্রীলংকার সুপ্রতিবেশী দেশ হিসেবে চীন বরাবরই শ্রীলংকার অভ্যন্তরীণ পরিস্থিতির অগ্রগতির উপর নজর দিচ্ছে। দেশের স্থিতিশীলতা , জাতির পুনর্মিলন এবং অর্থনৈতিক বিকাশের জন্য শ্রীলংকা সরকারের প্রচেষ্টাকে চীন সমর্থন করে।
|