চীন সফররত সেনিগালের গণতান্ত্রিক পার্টির উপ সাধারণ সম্পাদক ,প্রধানমন্ত্রী ম্যাকী সাল্ল ২৬ এপ্রিল সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, সেনিগাল চীনে একটি পররাষ্ট্র দল পাঠিয়েছে। শিগ্গীরই চীনে সেনিগালের দূতাবাস পূণঃপ্রতিষ্ঠিত।
তিনি বলেছেন, সেনিগালের গণতান্ত্রিক পার্টি এবং সরকার একচীন নীতি অব্যাহতভাবে সমর্থন করবে এবং এর সঙ্গে সঙ্গে মৈত্রী, পারস্পরিক সম্মান, অংশীদারিত্বের সম্পর্ক এবং পারস্পরিক সমর্থনের ভিত্তিতে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের আদানপ্রদান ও সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
১৯৭১ সালে সেনিগাল ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯৬ সালের জানুয়ারী সেনিগাল তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার পর চীনের সরকার চীন ও সেনিগালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ ঘোষণা করে। গত বছরের অক্টোবর মাসে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধর হয়েছে।
|