২৬ এপ্রিল ই.ইউ. বাণিজ্যিক কমিটির সদস্য পেটার ম্যানডেল্সন ব্রাসেলসে বলেছেন, দোহা দফা বিশ্ব বাণিজ্য আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরা নতুন ছাড় দিলে, কৃষি প্রশ্নে ই.ইউ. কিছু ছাড় দেবে ।
তিনি বলেছেন, একইদিনে ই.ইউ.র বাণিজ্য কমিটি দোহা আলোচনার বর্তমান অচলাবস্থা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং একমত হয়েছে যে, কৃষি প্রশ্নে ই.ইউ. বিরাট ছাড় দেবে , অন্যান্য অংশীদারদেরও কিছু ছাড় দিতে হবে ।
তিনি বলেছেন, সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যানের দেয়া যুক্তরাষ্ট্রের কৃষি ভরতুকি আরো কমানোর কথাকে তিনি স্বাগতম জানিয়েছেন এবং এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো সংলাপ করার আশা প্রকাশ করেছেন ।
তিনি জোর দিয়ে বলেছেন, এ দফার আলোচনা শেষ করা ই.ইউ.'র অথনৈতিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । ই.ইউ. অব্যাহতভাবে বিভিন্ন পক্ষকে গুরুত্বপূর্ণ প্রশ্নে চুক্তি স্বাক্ষর করতে তাগিদ দেবে ,যাতে এই বছরের মধ্যে আলোচনা সম্পূর্ণভাবে শেষ করা যায় ।
|