২৬ এপ্রিল মিসরের সিনাই উপদ্বীপের উত্তর অঞ্চলে আবার দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইদিন, মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন , ২৪ এপ্রিল সিনাই উপদ্বীপের দাহাব শহরে সংঘটিত তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা এবং ২৬ এপ্রিল দুটি বোমা বিস্ফোরণের ঘটনা সবই আত্মঘাতি। সংশ্লিষ্ট বিভাগ দাহাব শহরে দুর্ঘটনার গুরুত্বপূর্ণ সুত্র পেয়েছে ।
আরো জানা গেছে, কয়েকজন মিসরীয় অফিসার সেইদিন বিমান যোগে উত্তর সিনাই প্রদেশের আল-গৌরা বিমান বন্দর ত্যাগের সময় হঠাত্ আত্মঘাতি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । আর দুজন মিসরীয় অফিসার প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে বিমান বন্দরে যাওয়ার পথে আবার আত্মঘাতি বোমা বিস্ফোরণের ঘটনার শিকার হয়েছে। কিন্তু এই দুটি বোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
জনৈক কর্মকর্তা বলেছেন, দাহাবের ধারাবাহিক বোমা বিস্ফোরণ ও সেইদিনের দুটি আত্মঘাতি হামলা সবই স্থানীয় বেদুইনদের কার্যকলাপ এবং এসব দুর্ঘটনা দু'বছর আগে সংঘটিত কয়েকটি বোমা বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত ।
|