ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ২৬ এপ্রিল বলেছেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন বিশ্বকে সুযোগ এনে দিয়েছে।
স্ট্র একইদিনে লন্ডনের স্মিথ ইনস্টিটিউটে "চীন ও আন্তর্জাতিক তত্পরতা" শিরোনামে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, চীনের অর্থনীতি বিশ্বের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যে চীনের অর্থনীতির ভালো-মন্দ বিশ্বের অন্য দেশের অর্থনীতির ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। চীনের অর্থনীতি অব্যাহতভাবে স্থিতিশীলতা বজায় রাখতে পারে ও উন্নত হবে বলে ব্রিটেন আশা প্রকাশ করেছে। এর সঙ্গে সঙ্গে ব্রিটেন আশা করে, চীন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে।
স্ট্র বলেছেন, গত বিশ বছরে চীন বিশ্বের দারিদ্র্য দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও অর্থনীতির দ্রুত উন্নয়নের পাশাপাশি চীনকে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবে চীন চলমান সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়েছে। তাছাড়া চীন ধারাবাহিক অঞ্চল ও বিশ্বের সমস্যায় ইতিবাচক অবদান রেখেছে, তিনি তার প্রশংসা করেছেন।
|