চীনের জৈব ওষুধ গবেষণার মান উন্নয়নমুখী দেশের প্রথম সারিতে প্রবেশ করেছে। চীনের জৈব ওষুধ শিল্প প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত "২০০৬ সাল শাংহাই আন্তর্জাতিক জৈব প্রযুক্তি ও ওষুধ সংক্রান্ত সেমিনার" সূত্রে জানা গেছে, চীনে প্রায় ৩০ রকমের জেনম প্রকল্পের ওষুধের শিল্পায়ন হয়েছে। বিশ্বের দশটি শ্রেষ্ঠ জেনম প্রকল্পের ওষুধ আর টিকার মধ্যে ৮টি চীন উত্পাদন করতে পারে।
জানা গেছে, পরবর্তী পাঁচ বছরে চীন জৈব প্রযুক্তিকে ভবিষ্যতে উচ্চ প্রযুক্তি উন্নয়নের প্রধান দিক হিসেবে গড়ে তুলবে এবং ওষুধ, কৃষি, শিল্প, পরিবেশ সুরক্ষা, শক্তি সম্পদ আর সামুদ্রিক জীব প্রভৃতি ক্ষেত্রে জৈব প্রযুক্তির প্রয়োগ জোরদার করবে।
|