২৬ এপ্রিল ফিলিস্তিন ও ইস্রাইলের পরিস্থিতির নতুন পরিবর্তন হয়েছে । হামাস আরব উত্থাপিত শান্তি প্রস্তাব গ্রহণ করার কথা বিবেচনা করছে । কিন্তু ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ফিলিস্তিন-ইস্রাইল নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজনের যে প্রস্তাব দিয়েছেন ইস্রাইল তা প্রত্যাখ্যান করেছে ।
২৬ এপ্রিল ফিলিস্তিনের স্বশাসন সরকারের উপ-প্রধানমন্ত্রী নাসেরিদিন আল-শায়ের হামাসের ওয়েবসাইটে বলেছেন, হামাস ফিলিস্তিন-ইস্রাইল সংঘর্ষ শেষ করার আশা করে এবং বৈধ ভিত্তিতে ২০০২ সালে আরব দেশগুলোর উত্থাপিত শান্তি প্রস্তাব গ্রহণ করবে ।
তাছাড়া, নরওয়ে-তে সফররত ফিলিস্তিনী জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস একইদিনে শীঘ্রই মধ্য-প্রাচ্য প্রশ্ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দাখিল করেছেন এবং সম্মেলনকালে ইস্রাইলের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করার আশা প্রকাশ করেছেন ,যাতে দু'পক্ষের স্বাক্ষরিত চুক্তি আর জাতি সংঘের প্রস্তাবের ভিত্তিতে শান্তি চুক্তি স্বাক্ষর করা যায় । এ সম্পর্কে ইস্রাইলের একজন কর্মকর্তা বলেছেন, প্রথমে আব্বাসকে অবশ্যই সন্ত্রাসী- হিংসাত্মক তত্পরতার ওপর আঘাত হানতে হবে । এর আগে ইস্রাইল ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করবে না ।
|