সি.আর.আই তুমি, সুঘের ভাষা,
জীবনের মূলধন,
সি.আর.আই তুমি সবার মাঝে,
সর্বশ্রেষ্ট বন্ধন।
সি.আর.আই তুমি হৃদয় ঘর,
আধার রাতের চাঁদ,
সি.আর.আই,তুমি স্বপ্নীল ঝড়
স্বপ্ন দেয়ার রাত ।
সি.আর.আই তুমি মমতার চাক,
ভালবাসার মধু ।
সি.আর.আই তুমি, সুমধুর ডাক
আমি যেন পাগল ভক্ত তোমার,
সি.আর.আই আমি তোমাকে ছাড়া
বাঁচতে পারবো না ।
--- বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম.আব্দুর রাজ্জাক
|