দুই দিনব্যাপী দক্ষিণ আমেরিকা-আরব দেশগুলোর অর্থমন্ত্রী সম্মেলন ২৬ এপ্রিল একুয়াডরের রাজধানী কিটো শহরে সমাপ্ত হয়েছে। সম্মেলনে গৃহীত কিটো ঘোণায় জোর দিয়ে বলা হয়েছে, দু'অঞ্চল মিলিত প্রচেষ্টা চালিয়ে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে।
একুয়াডরের প্রেসিডেন্ট আলফ্রেডো পালাসিও সমাপনি অনুষ্ঠানে বলেছেন, দক্ষিণ আমেরিকা ও আরব এলাকা হলো বিশ্বের দুটি প্রাকৃতিক সম্পদে খুব সমৃদ্ধ এলাকা, তবে এর সঙ্গে সঙ্গে দারিদ্র্য এবং ধনী ও গরীবদের মধ্যে ব্যবধান বৃদ্ধির সমস্যা খুবই গুরুতর এলাকা। দু'পক্ষের সহযোগিতা জোরদার করা বিভিন্ন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত হওয়ার অনুকূল।
দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার জন্য কিটো ঘোষণায় আরো বলা হয়েছে, একটি কর্মনির্বাহী কমিটি যৌথভাবে প্রতিষ্ঠিত হবে এবং একটি কর্মের সময়সূচী প্রণয়ন করা হবে, যাতে দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন সহযোগিতার চুক্তি বাস্তবায়ন করা যায়।
|