২৬ এপ্রিল চীন ও জার্মানীর সরকারী বিভাগ পেইচিংয়ে একটি "মেধা স্বত্ব সুরক্ষার সমঝোতা স্মারকলিপি" স্বাক্ষর করেছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরে চীন ও জার্মানীর বাণিজ্যের মোট মূল্য ৬৩.২ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে । অনুমাণ করা যায় যে , ২০১০ সাল নাগাদ দু'দেশের বাণিজ্যিক মূল্য এর দ্বিগুণ হবে । চীন এশিয়ায় জার্মানীর বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হবে এবং জার্মানী ই.ইউ.তে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হবে ।
স্মারকলিপি অনুযায়ী চীন ও জার্মানী মেধা স্বত্ব সুরক্ষার ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা অব্যাহতভাবে ত্বরান্বিত করা , সম্পূর্ণ আদান-প্রদান ও যোগাযোগ বজায় রাখার জন্যে একমত হয়েছে এবং মেধা স্বত্ব সুরক্ষার মান উন্নত করার জন্যে মিলিতভাবে প্রচেষ্টা চালাবে ।
|