চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ২৬ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীন আর জাপানের রাজনৈতিক পার্টি আর রাজনীতিবিদদের দুদেশের সম্পর্ককেযততাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের কক্ষপথে ফিরিয়ে আনতে হবে ।
জাপানের লিবারেল ডেমোক্রাটিক পার্টির সাবেক উপপ্রধান ইয়ামাসাকি হিরাকুর সংগে সাক্ষাতের সময় উ পাং কুও বলেছেন , দুদেশের বন্ধুত্ব কেবল একটি শ্লোগান নয় , বরং তা দুদেশের যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার একমাত্র সঠিক বাছাইও বটে । তিনি বলেছেন , কিছু দিন আগে ৭টি জাপান-চীন মৈত্রী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সংগে সাক্ষাতের সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও স্পষ্টভাবে ইয়াসুকুনিতে জাপানী নেতাদের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে চীনের নীতি ও অধিষ্ঠান আর দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের সদিচ্ছা প্রকাশ করেছেন ।
|