জাপান দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্ক প্রসংগে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট রো মু হিউনের বক্তৃতা বিকৃত করার যে অপচেষ্টা চালিয়েছে , ২৬ এপ্রিল দক্ষিণ কোরীয় পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি মুন তার সমালোচনা করেছেন ।
সিউলে একটি সংবাদ সম্মেলনে বান কি মুন বলেছেন , জাপানের নেতৃবৃন্দ আর সংবাদ মাধ্যম মনে করে যে , প্রেসিডেন্ট রো মু হিউন মে মাসে দক্ষিণ কোরিয়ায় আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠানের জন্যই দুদেশের ভূভাগীয় বিরোধ সম্পর্কে কঠোর বক্তৃতা দিয়েছেন । এতে তিনি পরিতাপ প্রকাশ করেছেন । তিনি আশা করেন যে , রো মু হিউনের বক্তৃতা এমন একটি সুযোগে পরিণত হবে , যার মাধ্যমে জাপানী নাগরিকরা সঠিকভাবে দোকদো দ্বীপ অর্থাত্ জাপানীদের চোখে তথাকথিত তাকেশিমা দ্বীপের সমস্যা উপলব্ধি করতে পারবেন ।
|