আমি ভালবাসি পাখিকে
কারণ,পাখি গান করে ।
আমি ভালবাসি ফুলকে
কারণ ফুল সুন্দর।
আমি ভালবাসি নদীকে,
কারণ নদীর আছে শ্রোতা।
আমি ভালোবাসি সি.আর.আইকে,
কারণ সি.আর.আই আমাকে ভালবাসে ।
---বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ,এইচ, এম গোলাম রসুল
|