কাস্টকুডের দোকানে বসে দুই বন্ধু একটি বার্গারের অর্ডার দিল । ওয়েটার বার্গারটি দুই টুকরা করে টেবিলে পরিবেশন করার পর এক বন্ধু বড় টুকরাটি নিজের দিকে টেনে নিল -
১ম বন্ধু: কিরে তুই নিজে বড় অংশটা নিয়ে আমাকে কিনা ছোটটা দিলি!
২য় বন্ধু: কেন, তুই আগে নিলে কি করতি?
১ম বন্ধু: অবশ্যই ছোট টুকরাটাই নিতাম ।
২য় বন্ধু: আরে, সেটা আমি জানি বলেই তো তোকে ছোটটাই দিলাম ।
---বাংলাদেশের জয়পুরহাট জেলার হিচমী বাজারের চায়না লিসনার্স ক্লাবের সভাপতি এম.এম. পারভেজ
|