চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৬ এপ্রিল মরক্কোয় রাষ্ট্রীয় সফর শেষ করে নাইজেরিয়ায় রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে বিশেষ বিমান যোগে ক্যাসাব্লাংকা ত্যাগ করেছেন।
হু চিন থাও মরক্কোর রাজধানী রাবাত সফর শেষ করে মরক্কোর বৃহত্তম শহর ক্যাসাব্লাংকা গিয়েছেন। তিনি ক্যাসাব্লাংকায় মরক্কোকে সাহায্যদানকারী চীনা চিকিত্সা দলের প্রতিনিধিদের দেখতে গিয়েছেন।
এর আগে হু চিন থাও ২৫ এপ্রিল রাবাতে আলাদা আলাদাভাবে মরক্কোর প্রধানমন্ত্রী দ্রিস জেতো , সিনেটের স্পীকার মোস্তফা ওকাছা এবং প্রতিনিধি সভার স্পীকার আব্দেলওয়াহেদ রাদির সঙ্গে সাক্ষাত্ করেছেন।
জেতোর সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিতকরণ প্রসঙ্গে চারটি প্রস্তাব উত্থাপন করেছেন, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, ১, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সার্বিক ভারসাম্য বাস্তবায়নের জন্য চীন মরক্কো থেকে আমদানির পরিমাণ বাড়াবে; ২, প্রাধান্যমূলক ক্ষেত্র চিহ্নিত করে পুঁজিবিনিয়োগ ক্ষেত্রের সহযোগিতা জোরদার হবে। দু'পক্ষের কৃষি, তেল ও গ্যাস সম্পদ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রের পুঁজিবিনিয়োগ সহযোগিতা জোরদার হবে; ৩, সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে ঠিকা সহযোগিতা ত্বরান্বিত হবে; ৪, পর্যটন সহযোগিতা ও জনগণের আসা-যাওয়া বাড়ানো হবে।
|