চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বহুমুখী বিষয়ক বিভাগের উপ-পরিচালক লিউ হাইছুয়ান ২৬ এপ্রিল দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে বলেছেন, এবছর চীনের বৈদেশিক বাণিজ্যের প্রধান কর্তব্য হচ্ছে বৈদেশিক বাণিজ্যের কাঠামোর পুনর্বিন্যাস ও বৃদ্ধির পদ্ধতিগত পরিবর্তন ত্বরান্বিত করা এবং বাণিজ্যিক উদ্বৃত্ত কমানোর প্রচেষ্টা করা।
সেদিন চীনের বাণিজ্য মন্ত্রণালয় "চীনের বৈদেশিক বাণিজ্য পরিস্থিতির রিপোর্ট" প্রকাশ করেছে। লিউ হাইছুয়ান বলেছেন, এবছরের প্রথম তিন মাসে, চীনের রপ্তানির বৃদ্ধিগতি কমবে এবং আমদানির বৃদ্ধিগতি বাড়বে। তা স্বত্ত্বেও চীনের বাণিজ্যিক উদ্বৃত্ত ২৩ বিলিয়নেরও বেশি মার্কিন ডলার হয়েছে।
এই রিপোর্টে অনুমান করা হয়েছে যে, এবছরে চীনের পণ্য আমদানি ও রপ্তানির দ্রুত বৃদ্ধি বজায় থাকবে, আমদানি ও রপ্তানির মূল্য মোট ১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে, ১৫ শতাংশের বেশি বৃদ্ধিগতির সম্ভাবনা আছে ।
|