২৬ এপ্রিল বিশ্ব মেধা স্বত্ব দিবস । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান স্যু চিয়া লু একই দিন পেইচিংয়ে এই মত প্রকাশ করেছেন যে , চীন আইন প্রণয়ন, প্রচার ও শিক্ষার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মেধা স্বত্ব সুরক্ষার পরিবেশ উন্নত করছে ।
স্যু চিয়া লু ২০০৬ সালে চীনের মেধা স্বত্ব ফোরামে বলেছেন , চীন নিরন্তরভাবে মেধা স্বত্ব সুরক্ষা বিষয়ক আইন প্রণয়নের পরিবেশ উন্নত করছে । বর্তমানে আইন সংস্থা ট্রেডমার্ক আইন , মেধা স্বত্ব আইন , কপি রাইট আইন আর অবৈধ প্রতিদ্বন্দ্বিতা বিরোধী আইনসহ সংশ্লিষ্ট আইন প্রণয়ন করেছে । ফলে মেধা স্বত্ব সুরক্ষার অপেক্ষাকৃত পূর্ণাংগ আইন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । এর সংগে সংগে চীনে মেধা স্বত্ব সুরক্ষা সংক্রান্ত আইন চালু হবার কার্যকর পরিবেশও প্রতিষ্ঠিত হয়েছে ।
|