গত দু'বছরে বাণিজ্যিক আর পরীক্ষামূলকভাবে চালু হবার পর চীনের শাংহাইয়ের ম্যাগলেভ ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু হবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশন , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আর শাংহাই শহরের গণ-সরকার নিয়ে গঠিত পরীক্ষা কমিটি মনে করে যে , এই প্রকল্পের নির্মাণকাজ দেশের সংশ্লিষ্ট নিয়ম ও মানদন্ডের সংগে সংগতিপূর্ণ । পরীক্ষামূলকভাবে চালু থাকার সময় তার সঠিক অবস্থা স্বাভাবিক হয়েছে । তাই তারা তা আনুষ্ঠানিকভাবে চালু করতে রাজী হয়েছেন । পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শাংহাইয়ের ম্যাগলেভ ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু হবে ।
শাংহাইয়ের ম্যাগলেভ রেলপথের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার । ঘন্টায় তার সর্বোচ্চ গতি ৪৩০ কিলোমিটার ।
|