শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রী সম্মেলন ২৬ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
চীন, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান,উজবেকিস্তান এবং কাজাখস্তানেরপ্রতিরক্ষামন্ত্রী বা উপ-প্রতিরক্ষামন্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ছাও কাং ছুয়ান এই সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
সম্মেলন শেষে তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা একবাক্যে মনে করি যে, বর্তমানে শাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত এবং আশেপাশের অঞ্চলের সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থীবাদ ইত্যাদি অ-প্রথানুগ নিরাপত্তা সমস্যাও অস্থিতিশীলতার প্রধান কারণ এবং হুমকি। এই সব হুমকি শুধু শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে কার্যকরভাবে মোকাবিলা করা যায়।
|