জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২৫ এপ্রিল অনুষ্ঠিত একটি প্রকাশ্য সম্মেলনে গৃহীত চেয়ারম্যানের বিবৃতিতে সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়েছে, যাতে আফ্রিকান ইউনিয়নের নির্ধারিত সময়সীমার আগে সর্বশেষ শান্তি চুক্তি স্বাক্ষর করা যায়।
নিরাপত্তা পরিষদের এই মাসের পালাক্রমিক সভাপতি, জাতিসংঘস্থচীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া সম্মেলনে উল্লেখিত বিবৃতি পড়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্বে দারফুর শান্তি প্রক্রিয়া এবং শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত আহমেদ সালিমের নিরলস প্রচেষ্টা সমর্থন করবে। নিরাপত্তা পরিষদ আফ্রিকান ইউনিয়নের দাখিলকৃত ৩০ এপ্রিলের আগে শান্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময়সীমা সমর্থন করে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন পক্ষের স্বার্থসম্পন্ন একটি রাজনৈতিক সমাধান পরিকল্পনা সুদানে শান্তি বাস্তবায়নের চাবিকাঠি। বর্তমানে নাইজেরিয়ার রাজধানী আবুজায় সুদান সরকার ও দারফুর সরকার বিরোধী সশস্ত্র শক্তির মধ্যে আয়োজিত শান্তি বৈঠক উল্লেখিত পরিকল্পনা খুঁজে বের করার জন্যে সুযোগ দিচ্ছে। বিবৃতিতে দারফুর সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে মনযোগ দিয়ে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা গ্রুপের দাখিলকৃত প্রস্তাব বিবেচনা করার আহবান জানানো হয়েছে, যাতে শান্তি বৈঠকে সাফল্য অর্জন করা যায়।
|