v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-26 13:17:43    
মরক্কোর প্রধানমন্ত্রী এবং সিনেট ও প্রতিনিধি পরিষদের স্পীকারের সঙ্গে হু চিনথাওয়ের সাক্ষাত্

cri
    চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২৫ এপ্রিল রাবাতে আলাদা আলাদাভাবে মরক্কোর প্রধানমন্ত্রী দ্রিস জেত্তো, সিনেটের স্পীকার র মুস্তাফা ওকাচা এবং প্রতিনিধি পরিষদের স্পীকার আবদেলুয়াহেদ রাদির সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    জেত্তোর সঙ্গে সাক্ষাত্কালে হু চিনথাও দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করার চার'টি প্রস্তাব দাখিল করেছেন। এর মধ্যে রয়েছে: ১. দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করা, সার্বিক ভারসাম্য বাস্তবায়ন করা, মরক্কো থেকে চীনের আমদানি বৃদ্ধি। ২. অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা, পুঁজি বিনিয়োগের সহযোগিতা জোরদার করা, দু'পক্ষ কৃষি, তেল ও গ্যাস শক্তিসম্পদের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের সহযোগিতা জোরদার করবে,৩. ঠিকাদারি সহযোগিতা সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, ৪. পর্যটন সহযোগিতা সম্প্রসারণ করা এবং ব্যক্তি যোগাযোগ ত্বরান্বিত করা।

    জেত্তো হু চিনথাওয়ের প্রস্তাব সমর্থন করেন। তিনি বলেছেন, মরক্কো চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার অংশীদার হতে ইচ্ছুক। তা মরক্কোর স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

    মরক্কোর সিনেট ও প্রতিনিধি পরিষদের স্পীকারের সঙ্গে সাক্ষাত্কালে হু চিনথাও বলেছেন, তিনি আশা করেন, দু'পক্ষ সংসদের আদান-প্রদান জোরদার করবে এবং দু'দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ত্বরান্বিত করার জন্যে সক্রিয় অবাদান রাখবে।

    ওকাচা ও রাদি উভয়ে বলেছেন, মরক্কোর সংসদ যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সম্পর্কের উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাবে। দু'জন স্পীকার জোর দিয়ে বলেছেন, মরক্কো দৃঢ়ভাবে একচীন নীতিতে অবিচল থাকবে এবং চীনের একীকরণ ব্রত সমর্থন করে। হু চিনথাও তার প্রশংসা করেন।