v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-26 11:10:50    
১৯--২৬ এপ্রিল, ক্রীড়া খবর

cri
    চীনের বিকঙ্গ অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির উপমহাসচিব চাও সুচিং সম্প্রতি বলেছেন, চীনের প্রথম বিকলাঙ্গ ক্রীড়া বহুমুখী অনুশীলন ঘাঁটি আগামী বছরের প্রথম দিকে পেইচিংয়ে প্রতিষ্ঠা সম্পন্ন করা হবে। এ ঘাঁটি পেইচিংয়ের সুনই জেলায় অবস্থিত। এ ঘাঁটি প্রতিষ্ঠার পর চীনের জাতীয় বিকলাঙ্গ ক্রীড়া দল সেখানে পেইচিং বিকলাঙ্গ অলিম্পিক গেমসের জন্যে প্রস্তাব করবে। বিকলাঙ্গ অলিম্পিক গেমসের পর, সেখানে সাধারণ বিকলাঙ্গ মানুষদের কাছে খুলে দেয়া হবে।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে ২০০৮ সালের অলিম্পিক গেমসের সদর দফতর হবে হোটেল পেইচিংয়ে এজন্য হোটেলটি এপ্রিল মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বাড়ানো হবে। এ প্রকল্পনা পেইচিং হোচেলের উত্তর দিকে হবে, এবং এর মোট আয়তন ২.৭ লক্ষ বর্গ কিলোমিটার হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরীক্ষায় পেইচিং হোটেল এবং গ্রান্ড হোটেল ২০০৮ সালের অলিম্পিক গেমসের সদর দফরত হোটেল হিসাবে নিশ্চিত হয়েছে।

    ২০০৬ সাল আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের ডাইভিং গ্রাঁ পির চুহাই ধাপ ২৩ এপ্রিল দক্ষিণ চীনের চুহাই শহরে সমাপ্ত হয়েছে, চীনের দল এ ধাপের সবগুলো আটটি স্বর্ণপদক অর্জন করেছে।

    ২০০৬ সালে আন্তর্জাতিক ট্র্যাক এন্ড ফিল্ড ফেডারেশনের বিশ্ব রেস ওয়াকিং চ্যাম্পিয়শীপ ২২ এপ্রিল পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহরে উদ্বোধন হয়েছে। পুরুষদের ২০ কিলোমিটার দফায় চীনা ক্রীড়াবিদ কাও বো এক ঘণ্টা ১৮ মিনিট আর ১৭ সেকেন্ডের সাফল্য নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। নারীদের ২০ কিলোমিটার দফায় এক ঘণ্টা ২৮ মিনিট আর ২০ সেকেন্ডের সাফল্য নিয়ে চীনের হে দান চ্যাম্পিয়ন হয়েছেন।

    ২০০৬ সাল টেনিস ফেডারেশন কমিটি কাপের বিশ্বে দ্বিতীয় পর্যায়ের দলে চীনের দল ও ইন্দোনেশিয়ার দল ২২ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে। চীনের দল ৪:০ সেটে ইন্দোনেশিয়ার দলকে পরাজিত করেছেন, বিশ্বের প্রথম পর্যায়ের দলের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এটা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের নারীদের টেনিস প্রতিযোগিতায় চীনের দলের সর্বশ্রেষ্ঠ সাফল্য।

    ব্রিটেনের শেফিল্ড অনুষ্ঠিত বিশ্ব পেশাগত স্নুকার চ্যাম্পিয়শীপ ২৩ এপ্রিল সমাপ্ত হয়েছে, চীনের হংকংয়ের ফু চিয়াচুন ১৩:৪ সেটে ব্রিটিশি ক্রীড়াবিদ স্টেফেন মাগুইরকে পরাজিত করেছেন। এবারকার চ্যাম্পিয়শীপ ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে, পয়লা মে সমাপ্ত হবে।

এ টি পি টেনিস মোটে কার্লো মাস্টারস প্রতিযোগিতা ২৩ এপ্রিল সমাপ্ত হয়েছে। স্পেনের ক্রীড়াবিদ রাফায়েল নাদাল চার ঘণ্টার প্রতিযোগিতার মাধ্যমে ৩:১ সেটে সুইডেনের বিখ্যাত্ ক্রীড়াবিদ রজার ফেদেরারকে পরাজিত করে, একটানা দু'বার চ্যাম্পিয়ন হয়েছেন।

২০০৬ সাল বিশ্ব নারীদের যুব ফুটবল চ্যাম্পিয়শীপের ফিকশ্টার ড্র অনুষ্ঠান ২২ এপ্রিল মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। এবারকার চ্যাম্পিয়শীপ ১৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্ব পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হবে। মোট ১৬টি দল এবারকার চ্যাম্পিয়শীপে যোগ দেবে।