চীন আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার আইন প্রয়োগের সামর্থ্যবর্ধক সরঞ্জাম কেনার বিষয়ে বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে। পেইচিংয়ে বাংলাদেশ দূতাবাসের ২৪ এপ্রিলের এক তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই দিন চীনের রাজধানীতে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও গণ-নিরাপত্তামন্ত্রী চৌ ইয়োং খাং এবং বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফজ্জামান বাবরের মধ্যেকার আনুষ্ঠানিক বৈঠকে অর্জিত মতৈক্য অনুযায়ী চীন বাংলাদেশকে উল্লেখিত কাজের জন্যে পাঁচ কোটি ইউয়ানের সুদমুক্ত ঋণ দেবে।
চীনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আশফাকুর রহমান এবং চীনের গণ-নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী মং হোং ওয়েই স্ব-স্ব সরকারের পক্ষে বিনিময়পত্র স্বাক্ষর করেছেন।
দু'দেশের দুই মন্ত্রীর মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাস, মাদক পাচার ও মূদ্রা জালিয়াতি নিরোধসহ অভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত ও ব্যাপক মতৈক্য অর্জিত হয়েছে।
|