মিসরের নিরাপত্তা বিভাগ ২৫ এপ্রিল স্বীকার করেছে , আগের দিন রাতে মিসরের সিনাই উপদ্বীপের দাহাব শহরে সংঘটিত তিনটি বিস্ফোরণের ঘটনার মধ্যে কমপক্ষে দুটি আত্নঘাতি। এই ধারাবাহিক বিস্ফোরণে এ পর্যন্ত মোট ৩০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে। মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক একইদিন এই বিস্ফোরণের জন্যে দায়ী সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সমাজও এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
একইদিন, জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান এই বিস্ফোরণের দুর্ঘটনার খবর পেয়ে হতবাক হয়েছেন। মরক্কোয় রাষ্ট্রীয় সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও মুবারাকের কাছে একটি শোক তারবার্তা পাঠিয়েছেন এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে সন্ত্রাসীদের ওপর আঘাত হানা ও বিশ্বের শান্তি সুরক্ষার প্রয়াস চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
|