নবম বিশ্ব চীনা বণিকদের মহা-সম্মেলন আগামী সেপ্টেম্বর জাপানে আয়োজিত হবে, জানা গেছে, বর্তমানে প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে ।
সম্মেলন কমিটির চেয়ারম্যান হুয়াং ইয়াওথিং ২৫ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, এবারকার মহা-সম্মেলন কোবে ও ওসাকায় অনুষ্ঠিত হবে, তখন বিশ্বের বিভিন্ন জায়গার ২০০০ জনেরও বেশি চীনা বণিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। তিনি আরো বলেছেন, এবারকার সম্মেলনের ধারাবাহিকতায় আগামি বছর জাপানের বিভিন্ন স্থানে আরো ধারাবাহিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক তত্পরতা আয়োজিত হবে, যাতে চীনের সংস্কৃতি উদ্ভাসিত হয় এবং প্রবাসী চীনা, চীনা বংশোদ্ভূত ও জাপানীদের মধ্যে আদাপ্রদান ত্বরান্বিত হয়।
এই দ্বি-বার্ষিক বিশ্ব চীনা বণিকদের মহা-সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিশ্বময় চীনা বণিকদের যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করা।
|