মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব ইবরাহিম এল-আদলি ২৫ এপ্রিল স্বীকার করেছেন , আগের দিন রাতে মিসরের সিনাই উপদ্বীপের দাহার শহরে তিনটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে২৩জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ মিসরীয় নাগরিক।
তিনি সেইদিন আরো বলেছেন, নিহত ২৩ জনের মধ্যে ২০জন মিসরীয় ছাড়া বাকী ৩ জন বিদেশী পর্যটক। তাছাড়া, বিস্ফোরণে আরো ৬২ জন আহত হয়েছে । তাদের অধিকাংশ পশ্চিমা পর্যটক।
২৪ এপ্রিল রাতে মিসরের সিনাই উপদ্বীপের দর্শনীয় শহর দাহাবে একটানা তিনটি সন্ত্রাসী বিস্ফোরণ ঘটেছে। ফলে প্রচুর লোক হতাহত হয়েছে।
|