চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশন ২৫ এপ্রিল পেইচিংয়ে শুরু হয়েছে । পাঁচদিনব্যাপী অধিবেশনের বিষয়বস্তুতে মানি লন্ডারিং বিরোধী আইনসহ ছ'টি আইনের খসড়া প্রস্তাব পর্যালোচিত হবে । এর মধ্যে কৃষি পণ্যের গুণগত মান বিষয়ক আইন আর পাসপোর্ট আইন প্রণীত হবার সম্ভাবনা আছে ।
মানি লন্ডারিং বিরোধী আইনের খসড়া প্রস্তাবের উদ্দেশ্য মানি লন্ডারিং রোধ করা । খসড়া প্রস্তাবে মানি লন্ডারিং বিরোধী বিশেষ প্রতিষ্ঠান স্থাপন আর মানি লন্ডারিং বিরোধ কার্যক্রম তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা গড়ে তোলার কথা উপস্থাপন করা হয়েছে । কৃষি পণ্যের গুণগত মান বিষয়ক আইনের খসড়া প্রস্তাবে স্পষ্টভাষায় লিপিবদ্ধ করা হয়েছে যে , কৃষি পণ্যের গুণগত মান বিষয়ক মানদন্ড ব্যবস্থা গড়ে তোলা হবে । পাসপোর্ট আইন চীনে পাসপোর্টের আবেদন ও অনুমোদন সম্পর্কিত প্রথম বিশেষ আইনে পরিণত হবে ।
|