চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৫ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতা বৈঠকে তাইওয়ান সমস্যায় মৌলিক অধিষ্ঠান আরো স্পষ্টভাবে নির্দিষ্ট করেছেন। এটা তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে সহায়ক হবে।
ছিন কাং সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও মার্কিন সফর কালে প্রেসিডেন্ট বুশের সঙ্গে তাইওয়ান সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন। হু চিন থাও উল্লেখ করেছেন, চীন ও যুক্তরাষ্ট্র "স্বাধীন তাইওয়ানপন্থী" প্রয়াসের বিরোধিতা ও দমন করা, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে অভিন্ন রণনৈতিক স্বার্থ আছে। তিনি তাইওয়ান সমস্যায় প্রেসিডেন্ট বুশ আর মার্কিন সরকারের মৌলিক অধিষ্ঠানের প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট বুশ বলেছেন, মার্কিন পক্ষ তাইওয়ান সমস্যায় চীনের আন্তরিকতা বুঝতে পারে। তিনি জোরালো ভাষায় বলেছেন, তাইওয়ান সমস্যায় মার্কিন সরকারের অধিষ্ঠানের পরিবর্তন হয় নি। যুক্তরাষ্ট্র এক চীন নীতি অবিচল থাকবে। তাইওয়ান কর্তৃপক্ষ এককভাবে তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থা পরিবর্তনের কোন তত্পরতা চালিয়ে চীন-মার্কিন সম্পর্কের উপর প্রভাব ফেলুক , যুক্তরাষ্ট্র তা দেখতে চায় না।
|