২৪ এপ্রিল তাইওয়ান শিল্পপতি ও বণিক মহলের আর্থ-বাণিজ্যিক পরিদর্শন দলের সদস্যরা দক্ষিণপশ্চিম চীনের ছোংছিং শহর পরিদর্শক করেছেন। তাঁরা বলেছেন, তাঁরা তাইওয়ানের জন্যে মূলভূভাগের দেয়া ১৫টি সুযোগ সুবিধাজনক নতুন নীতি এবং তাইওয়ান প্রণালীর দু'পারের প্রথম আর্থ-বাণিজ্য ফোরামের আদানপ্রদানের অন্যান্য সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেন।
পরিদর্শক দলের সদস্যরা মনে করেন, সম্প্রতি অনুষ্ঠিত তাইওয়ান প্রণালীর দু'পারের প্রথম আর্থ-বাণিজ্য ফোরাম ইতিবাচক ভূমিকা পালন করছে। ১৫টি সুবিধাজনক নতুন নীতি তাইওয়ানের ব্যবসায়ীদের জন্য আরো বেশি সুযোগ এনে দেবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তাইওয়ান, ম্যাকাও ,হংকং বিষয়ক বিভাগের পরিচালক থাং ওয়ে একইদিনে পরিদর্শক দলের কাছে ব্যাখ্যা করে বলেছেন, তাইওয়ানের ব্যবসায়ীদের মূলভূভাগে পুঁজি বিনিয়োগের সুপ্ত শক্তি খুবই ব্যাপক। দু'পারের পরিসেবা খাতের সহযোগিতার ভবিষ্যত্ সম্ভাবনাও উজ্জ্বল।
|