২৪ এপ্রিল তিনদিনব্যাপী দশম আন্তর্জাতিক শক্তিসম্পদ ফোরাম কাতারের রাজধানী দোহায়ে সমাপ্ত হয়েছে । অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন, বর্তমানে শক্তিসম্পদ বাজারের স্থিতিশীলতা হুমকি সম্মুখীন । এমতাবস্থায় তেল উত্পাদকও ক্রেতা দেশগুলোর সংলাপ খুবই গুরুত্বপূর্ণ ।
একইদিনে প্রকাশিত সম্মেলনের ইস্তাহারে উল্লেখ করা হয়েছে যে, তেলের দাম বৃদ্ধি পেলেও ,বিশ্বের অর্থনীতির উন্নয়ন শক্তিশালী । বর্তমানে তেলের উচ্চ মূল্য বিশ্বের অর্থনীতির বৃদ্ধি,বিশেষ করে উন্নয়নমুখী দেশগুলোর অর্থনীতির উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে । তেল উত্পাদক ও ক্রেতা দেশগুলোর মিলিত পুঁজি বিনিয়োগ শক্তিসম্পদ ক্ষেত্রের পুঁজির মাত্রা সম্প্রসারণের অনুকূল হবে , আন্তর্জাতিক বাজারের তেল সরবরাহ নিশ্চিত করবে । দু'পক্ষের শক্তিসম্পদ বিষয়ক তথ্য আদান-প্রদান জোরদার করা উচিত, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণ করা আর নেতিবাচক প্রভাব কমানোর জন্যে প্রচেষ্টা চালানো যায় ।
|