শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বার্ষিক সম্মেলন ২৬ এপ্রিল পেইচিংয়ে আয়োজিত হবে । ২৫ তারিখ পর্যন্ত কিরগিজস্তান, তাজিকিস্তান, রাশিয়া ও উজবেকিস্তান চারটি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এবং কাজাখস্তানের প্রতিরক্ষা উপমন্ত্রী পেইচিংয়ে পৌঁছেছেন।
জানা গেছে, এবারকার শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বার্ষিক সম্মেলনের লক্ষ্য হচ্ছে সংহতি , মৈত্রী, সহযোগিতা। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থজড়িত বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করবেন। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার এবং প্রতিরক্ষামন্ত্রী ছাও কাংছুয়ান এই সম্মেলনে সভাপতিত্ব করবেন।
শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের এই বার্ষিক সম্মেলন হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থার বাষিক নিয়মিত সাক্ষাত্-এর ব্যবস্থা। এবারকার বার্ষিক সম্মেলন হচ্ছে চীনের দ্বিতীয় আয়োজন ।
|