মরক্কো সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৪ এপ্রিল রাজধানী রাবাতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠককালে মরক্কো যে বরাবরই এক চীন নীতি অনুসরণ করে এবং চীনের একায়ন সমর্থন করে এসেছে হু চিন থাও তার প্রশংসা করেন। দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো গভীরত করার জন্য চীন পক্ষ মরক্কোর সঙ্গে মিলিত প্রয়াস চালাতে ইচ্ছুক। তিনি তিনটি প্রস্তাব দিয়েছেন। এক, উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে দু'দেশের সরকার, সংসদ ও পার্টির মধ্যে আদানপ্রদান সম্প্রসারণ করা, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারাদিতে দু'দেশের সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ত্বরান্বিত করা। দুই, ব্যবস্থা নিয়ে দু'দেশের বাণিজ্য ক্ষেত্র সম্প্রসারণ করা এবং পারস্পরিক পুঁজি বিনিয়োগে উত্সাহ দেয়া। তিন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পর্যটন ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার আরো উন্নয়ন করা।
বাদশাহ মোহাম্মদ হু চিন থাওয়ের প্রস্তাবে সম্মত হয়েছেন। তিনি মত্স্য, পর্যটন,সংস্কৃতি ও অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে চীনের সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈঠকের পর, হু চিন থাও ও বাদশাহ মোহাম্মদ দু'পক্ষের সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
|