ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনে জাদ ২৪ এপ্রিল তেহেরানে বলেছেন, ইরানের তার পরমাণু নীতি আবার বিবেচনা করার সম্ভাবনা আছে। একই দিন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে, তাহলে তা ব্যর্থ হবে।
মাহমুদ আহমাদিনে জাদ বলেছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করা ইরানের বরাবরের নীতি। যদি পাশ্চাত্যের দেশগুলো ইরানের বৈধ পরমাণু অধিকার রোধ করে, তাহলে ইরান তার পরমাণু নীতি পুন বিবেচনা করবে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান সামরিক আক্রমণকে ভয় পায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌছের মোত্তাকি একই দিন জোর দিয়ে বলেছেন, ইরান "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির" সদস্য দেশ হিসেবে নিজের সবগুলো বৈধ অধিকার সুরক্ষা করে।
সঙ্গে সঙ্গে, ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার বলেছেন, ব্রিটেন যুক্তরাষ্ট্রে ইরান আক্রমণে সমর্থন করবে না। কিন্তু তিনি বলেছেন, আন্তর্জাতিক সমাজ ইরানের কাছে আরো কঠোর বার্তা পাঠাবে।
|