নেপালের রাজা জ্ঞানেন্দ্র ২৪ এপ্রিল রাতে একটি ভাষণে বলেছেন, ভেঙ্গে দেয়া। সংসদকে তিনি পুনর্বহাল করবেন।
ভারতের নয়া দিল্লীর টেলিভিশন কেন্দ্রের খরবে প্রকাশ, জ্ঞানেন্দ্র একই দিন বলেছেন, সংসদের পুনর্কহাল নেপালের শান্তি পুনপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয়। তিনি নেপালের বিরোধী দল "সাতটি পার্টি জোট"কে ২৮ এপ্রিল তাঁর সঙ্গে সংলাপ করার আমন্ত্রণ করেছেন।
নেপালের উত্তেজনাকর রিস্থিতি অনুযায়ী, নেপালস্থ চীনের দুতাবাসের সাহায্যে ২৪ এপ্রিল থেকে চীনা শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা ও চীনা পর্যটকরা দেশটি ত্যাগ করছেন।
|