উত্তর-পশ্চিম চীনের সি আন শহরে সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নশ্রী বিক্রমনায়েক ২৪ এপ্রিল বলেছেন , তিনি আশা করেন যে , শ্রীলংকার ঐতিহাসিক পুরাকীর্তি সম্পদ উন্নয়নের জন্য চীনের শা'আনসি প্রদেশের পুরাকীর্তি অনুসন্ধানের প্রযুক্তি শ্রীলংকা শিখতে পারবে ।
শা'আনসি প্রদেশের গভর্নর ছেন তে মিনের সংগে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেছেন । ছেন তে মিন বলেছেন , তিনি আশা করেন যে , প্রধানমন্ত্রী বিক্রমনায়েকের এবারকার সফর বিভিন্ন ক্ষেত্রে শা'আনসি আর শ্রীলংকার সহযোগিতা বাড়াতে সহায়তা করবে ।
|