পাপুয়া নিউ গিনিস্থ চীনা দূতাবাসের কর্মকর্তা ২৪ এপ্রিল বলেছেন, সেদিন বিকালে সোলোমোন দ্বীপপুঞ্জের দাংগাহাংগামার শিকার ৬৩ জন প্রবাসী চীনা চীন সরকারের পাঠানো চতুর্থ ভাড়া করা বিমানযোগে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবি পৌঁছেছেন।
জানা গেছে, এটা হচ্ছে চীন সরকারের সোলোমোন দ্বীপপুঞ্জ থেকে সরিয়ে নেয়া প্রবাসী চীনাদের সর্বশেষ দল। চীন সরকার এই পর্যন্ত ৪৮ ঘন্টার মধ্যে সোলোমোন দ্বীপপুঞ্জ থেকে মোট ৩১২ জন প্রবাসী চীনাকে ফিরিয়ে এনেছে। পরিকল্পনা অনুযায়ী , ২৪ এপ্রিল রাতে প্রবাসী চীনারা ভাড়া করা বিমানযোগে বন্দর মোরসবি ত্যাগ করে চীনে ফিরে আসার কথা।
|