|
 |
(GMT+08:00)
2006-04-24 19:11:00
|
আফগান বিমান দূর্ঘটনা
cri
২৪ এপ্রিল একজন আফগান কর্মকর্তা স্বীকার করেছেন, একটি রুশ নির্মিত পরিবহন বিমান সেদিন দুপুর ১২টায় আফগানিস্তানের দক্ষিণাংশের হেলমান্দ প্রদেশের একটি বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এক আবাসিক এলাকায় ধাক্কা সজোরে ঢুকে গেলে কিছু স্থানীয় অধিবাসী আহত হয়েছেন।
|
|
|