দক্ষিণ আফ্রিকার সাধারণ নিবার্চনের আগে গুরুতর বিস্ফোরণ ঘটে
১৯৯৪ সালের ১৮ এপ্রিল সকাল ৯টায় দক্ষিণ আফ্রিকার সাধারণ নিবার্চন শুরু হওয়ার আগে রাজধানী জাহান ন্যাসবার্গের কেন্দ্রীয় স্থানে বিস্ফোরণ ঘটে। এতে ৮জন নিহত আর ৭০জন আহত হয়। এই ঘটনা বিশ্বের আড়োলনের সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্র জিম্মিদের উদ্ধার করতে ব্যর্থ হয়
১৯৮০ সালের ২৪ এপ্রিল ইরানে আটককৃত জিম্মিদের উদ্ধার করার জন্যে প্রায় ৯০ সামরিক ব্যক্তি এবং ৮টি হেলিকপ্টার এই উদ্ধার অভিয়ানে অংশ নেয়। দুটি হেলিকপ্টার তেহরানে যাওয়ার পথে বিকল হয়ে সঙ্গে সঙ্গে ভূপাতিত হয়। ৮জন নিহত আর হয়। ২৫ এপ্রিল প্রেসিডেন্ট জিনমি কাটার একটি টেলিভিশন ভাষণে ঘোষণা করেন এই জিম্মি-উদ্ধার অভিযান বিফল হয়।১৯৭৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রকে ইরানের প্রাক্তন রাজা বালাভিকে ফিরিয়ে পাঠাতে বাধ্য করার জন্যে ইরানের ছাত্ররা ইরানস্থ মার্কিন দূতাবাস দখল করে দূতাবাসের কর্মচারীদের জিম্মি হিসেবে আটক করে। যুক্তরাষ্ট্র ইরানের এই দাবি প্রত্যাখ্যান করে। ইরানও জিম্মিদের মুক্তি দিতে নাচক করে। যার ফলে মার্কিন-ইরান সম্পর্কে সংঘর্ষ দেখা দেয়।
মার্কিন কংগ্রেসের লাইব্রারি প্রতিষ্ঠিত হয়
১৮০০ সালের ২৪ নভেম্বর মার্কিন কংগ্রেসের লাইব্রারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।১৮১৪ সাল আর ১৮৫৪ সালে লাইব্রারি আগুন সংযুক্ত হয়। প্রায় এক তৃতাংশ বই পুড়ে গেছে।১৮৭৯ সাল আর ১৯৮০ সালে এই লাইব্রারিতে দু বার মেরামত করা হয়। তা ছাড়া , এই লাইব্রারি তিন বার সম্প্রসারিত হয়।
জামার্নী আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৪১ সালের ২৪ এপ্রিল জার্মানী আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
চীন, রাশিয়া, কাজাকস্তান প্রভৃতি পাঁচটি দেশের মধ্যে সীমান্ত নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৯৭ সালের ২৪ এপ্রিল রাশিয়া সফররত চীনের তত্কালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েতসিন, কাজাকস্তানের প্রেসিডেন্ট নাজায়বায়েফ, কিকিস্তানের প্রেসিডেন্ট আখায়েফ, থাচিকিস্তানের প্রেসিডেন্ট লাহমোলোফের সঙ্গে সীমান্ত অঞ্চলে নিজ নিজ সামরিক শক্তি কমানোর চুক্তি স্বাক্ষর করেন।
চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ উতক্ষেপন করা হয়
১৯৭০ সালের ২৪ এপ্রিল চীন সাফল্যজনকভাবে প্রথম কৃত্রিম উপগ্রহ উতক্ষেপন করে। চীন বিশ্বের তৃতীয় দেশে পরিণত হয়েছে যা নিজের শক্তির উপর নিভর্র করে কৃত্রিম উপগ্রহ উতক্ষেপন করতে পারে।
|