v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-24 14:10:02    
১৭--২৪ এপ্রিল, ২০০৬

cri
চীনের ভাইস প্রেসিডেন্ট জেং ছিং হোং ২২ এপ্রিল হাইনান প্রদেশের বো আওতে বলেছেন , বর্তমানে শান্তিপূর্ণ আর স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশে এশিয়ায় অভূতপূর্ব স্থিতিশীল শান্তিপূর্ণ উন্নয়নের সময়পর্ব দেখা গেছে । বিশ্বের অর্থনীতিতে এশিয়া সবচেয়ে প্রাণবন্ত শক্তিসম্পন্ন অঞ্চলে পরিণত হয়েছে । বিভিন্ন ধরনের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বতঃস্ফূর্তউন্নয়ন এশিয়ার জন্য উভয়ের বিজয় অন্বেষণ করার নতুন সুযোগ যুগিয়েছে ।

একই দিন তিনি বলেছেন, চীন শ্রীলংকার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক ,যাতে পারস্পরিক উপকারিতা ও কল্যাণ বাস্তবায়ন করা যায় ।

তিনি বলেছেন, রাষ্ট্রীয় একীকরণ ও ভূভাগের অখন্ডতা সুরক্ষা করার জন্যে শ্রীলংকা সরকারের প্রচেষ্টা চীন বুঝতে পারে এবং সমর্থন করে । এর সঙ্গে সঙ্গে চীন দু'দেশের সরকার ও জনগণের সমঝোতা আর মৈত্রী আরো গভীর করতে ইচ্ছুক ,যাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে অব্যাহতভাবে পরস্পরকে সাহায্য করা যায় ।

বিক্রমানায়াকা বলেছেন, আগামী বছর শ্রীলংকা ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী । শ্রীলংকা পক্ষ ধারাবাহিক উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান জোরদার করবে । তিনি বলেছেন, তাইওয়ান সমস্যায় চীনের মতাধিষ্ঠান শ্রীলংকা সরকার সমর্থন করে এবং কোন ধরনের বিভক্তি তত্পরতা সমর্থন করবে না ।

চীনের হাইনান প্রদেশের বো আওতে এশীয় ফোরামের ২০০৬ সালের বার্ষিক সম্মেলন ২৩ এপ্রিল সমাপ্ত হয়েছে । সম্মেলনে অংশগ্রহণকারীরা মনে করেন যে , এবারকার বার্ষিক সম্মেলন এশিয়ার অর্থনীতির সমন্বয় , এশিয়ার প্রতিদ্বন্দ্বিতার শক্তির উপর ব্যাপক মনোযোগ দিয়েছে । তা ফলপ্রসূ হয়েছে ।

চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক ওয়াং চিয়ারুই ১৯ এপ্রিল পেইচিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব হেমায়েত উদ্দিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

হেমায়েত উদ্দিনের সঙ্গে বৈঠকে ওয়াং চিয়ারুই চীন ও বাংলাদেশের পার্টিতে -পার্টিতে সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন। বাংলাদেশ যে দু'দেশের পার্টিতে-পার্টিতে সম্পর্কের আদান-প্রদানের উপর উচ্চ গুরুত্ব দেয় এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে পার্টিতে -পার্টিতে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করা দু'দেশের সার্বিক সহযোগিতার রাজনৈতিক ভিত্তি সুসংবদ্ধ করার অনুকূল।

বাংলাদেশ যে তাইওয়ান ও মানবাধিকার প্রভৃতি সমস্যায় চীনকে সমর্থন করে তিনি তার জন্যে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ ও চীনের পার্টিতে -পার্টিতে সম্পর্কের আদান-প্রদান যে দু'দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে হেমায়েত উদ্দিন তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ দু'দেশের সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা প্রভৃতি ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

চীন-ভারত শীর্ষ বাণিজ্য ফোরাম পেইচিংয়ে অনুষ্ঠিত

চীন ও ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক মহলের ব্যক্তিরা ১৭ এপ্রিল জানিয়েছেন, চীন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য গত বছর ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অনুমান অনুযায়ী , চলতি বছরে দু'দেশের বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার হবে। দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সুপ্ত শক্তি বিরাট।

 পেইচিংয়ে অনুষ্ঠিত চীন-ভারত বাণিজ্য শীর্ষ ফোরামে জানা গেছে, বর্তমানে ভারত দক্ষিণ এশিয়ায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীন ভারতের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার হয়েছে।

 ভারতের বিশাধিক বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবারকার শীর্ষ ফোরামে উপস্থিত ছিলেন।

মহা ভারতের চীনা সংস্করণ প্রকাশিত

ভারতের দুটি মহা কাব্যের অন্যতম" মহা ভারত"-এর চীনা সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে । চীনের বিখ্যাত সংস্কৃতিবিশেষজ্ঞ ও সাহ্যিতিকরা ১৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , বইটির প্রকাশ চীন ও ভারতের সাংস্কৃতিক আদানপ্রদানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন ।

সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞ, চীনের সমাজ একাডেমীর বিদেশী সাহিত্য গবেষণালয়ের গবেষক হুয়াং বাওশেন চীনেরে সমাজ একাডেমীর এক সভায় বলেছেন , " মহা ভারত" মহা কাব্যটিতে ভারতের একটি প্রাচীন রাজপরিবারের যুদ্ধকে প্রধান কাহিনী হিসেবে গ্রহণ করে প্রাচীন ভারতের নানা উপকথা , রূপকথা এবং ধর্ম , দর্শন , রাজনীতি , সামরিক অবস্থা, আইন প্রভৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে ।

বইটির অনুবাদ ২০ শতাব্দীর আশির দশকে শুরু হয় । চীনা পন্ডিতরা দশাধিক বছর ধরে " মহা ভারত" বইটির অনুবাদ সম্পন্ন করেছেন ।

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রথম বারের মতো "চীনের বাণিজ্য নীতির পর্যালোচনা রিপোর্ট" প্রকাশ

বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯ এপ্রিল চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির পর প্রথম বারের মতো "চীনের বাণিজ্যিক নীতির পর্যালোচনা রিপোর্ট" প্রকাশ করেছে। রিপোর্টে চীন সংস্কার ও উন্মুক্ততার নীতি চালু করার পর অর্জিত লক্ষণীয় সাফল্যের উচ্চ প্রশংসা করা হয়েছে এবং ভবিষ্যত উন্নয়নে চীনের সম্মুখীন কিছু চ্যালেঞ্জর উল্লেখ করা হয়েছে।

  তিন শতাধিক পৃষ্ঠার রিপোর্টে বিস্তারিতভাবে চীনের অর্থনৈতিক পরিবেশ, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ নীতি, সংশ্লিষ্ট সংস্কার ব্যবস্থা ইত্যাদি বিশ্লেষণ করা হয়েছে এবং চীনের অর্থনীতির ভবিষ্যত সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে।

  রিপোর্টে বলা হয়েছে, ২০০১ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির পর বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ নীতির সংস্কার চীনের অর্থনীতির বিশ্ব অর্থনীতিতে যোগদানের পদক্ষেপ দ্রুত করেছে। সংস্কার ও উন্মুক্ততার নীতির দরুণ চীনের অর্থনীতি দিনে দিনে বাজার অর্থনীতির দিকে রূপান্তর হচ্ছে এবং পৃথিবীতে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সবচেয়ে দ্রুত ।

ভারত পরমাণু পরীক্ষা বন্ধ করবে না

১৭ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নবতেজ সার্না বলেন, ভারত যুক্তরাষ্ট্রের দেয়া দ্বিপাক্ষিক বেসামরিক পরমাণু শক্তিসম্পদ চুক্তিতে পরমাণু পরীক্ষার ধারা অন্তর্ভূক্ত করার প্রস্তাব রাজী হয় নি।

তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে মার্কিন সরকার যুক্তরাষ্ট্র-ভারত বেসামরিক পরমাণু শক্তিসম্পদ চুক্তির খসড়া উত্থাপন করেছে। এর একটি ধারায় ভারতের কাছে আর পরমাণু পরীক্ষা না করা প্রতিশ্রুতি দেয়ার দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই ধরনের শর্ত ভারত গ্রহণ করতে পারে না। তিনি আরো বলেন, ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু শক্তিসম্পদ সহযোগিতা দু'পক্ষের গত জুলাই মাসের যৌথ বিবৃতি অনুযায়ী করা উচিত। বিবৃতিতে ভারতের একপক্ষীয়ভাবে পরমাণু পরীক্ষা স্থগিত করার অধিষ্ঠান পরিবর্তিত হয় নি।

সন্ত্রাসবিরোধী তথ্য বিনিময় করতে যুক্তরাষ্ট্র ও ভারতের ঐকমত্য

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ২১ এপ্রিল এক বিবৃতিতে বলেছে যে, ভারত ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মগ্রুপ এই সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক করেছে। বৈঠকে দুপক্ষ একমত হয়েছে যে দুদেশ সন্ত্রাসবিরোধী তথ্য বিনিময় এবং সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া করবে । কিন্তু বিবৃতিতে এই সম্মেলনের নির্দিষ্ট সময় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

জানা গেছে, দুপক্ষ আরো একমত হয়েছে যে , সন্ত্রাসবিরোধী সাহায্য ক্ষেত্রে দুই পক্ষ পরস্পরের প্রতি দ্রুত সাড়া দেবে, দুপক্ষ সন্ত্রাসবিরোধী তত্পরতায় প্রস্তুতি কাজ ও সামর্থ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে এবং বর্তমানে দুপক্ষের অপরাধী হস্তান্তর ও আইনি সহযোগিতা ব্যবস্থা উন্নত করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দুপক্ষ এবছরের শেষভাগে ভারতের রাজধানীতে নতুন দফার বৈঠক করবে।

পাকিস্তানের পুলিশ চীনের প্রকৌশলী হত্যার প্রধান দুই সন্দেহভাজনকে আটক করেছে

পাকিস্তানের পুলিশ চীনের প্রকৌশলী হত্যায় জড়িত দু'জন প্রধান সন্দেহভাজনকে ২১ এপ্রিল করাচীতে আটক করেছে।

জানা গেছে, এই দু'জন সন্দেহভাজনের নাম হলো ওয়ালি মোহাম্মদ এবং মোহাম্মদ হোসেইন। তাদেরকে গাড়ী নিয়ে বেলুচিস্তান প্রদেশ যাওয়ার পথে আটক করা হয়েছে। পুলিশ পক্ষ তাদের কাছে একটি বোমা ও একটি বন্দুক পেয়েছে। পুলিশ মনে করে, এই দু'জন সন্ত্রাসী হলো সম্প্রতি পাকিস্তানের সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংস্থা ---বেলুচিস্তান মুক্তি বাহিনীর সদস্য।

পাকিস্তানের স্বীকারোক্তিঃ আল-কায়েদার একজন প্রধান সদস্য নিহত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব শের্পাও ২১ এপ্রিল স্বীকার করেছেন, ২০ এপ্রিল আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর উপজাতি এলাকায় আল-কায়েদার দ্বিতীয় প্রধান ব্যক্তি আইমান আল-জাওয়াহিরির সাহায্যকারী আবু মারওয়ান আল-সুরি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

আফতাব শের্পাও বলেছেন, সুরি হলেন আল-জাওয়াহিরির বোমা বিশেষজ্ঞ। ২০ এপ্রিল বাজাউর উপজাতি এলাকার একটি চেক পোস্টে প্রশ্ন করার সময়ে সুরি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের সময়ে তিনি নিহত হয়েছেন। এতে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তাও নিহত হয়েছেন।

শের্পাও বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সুরির কাছে একটি নোট খুঁজে পেয়েছে। এই নোটে আল-কায়েদা সংস্থার সদস্যদের তালিকা রয়েছে।

নেপালে সান্ধ্য আইন আবার বলবত্

নেপালের রাজধানী কাঠমন্ডুর স্থানীয় সরকার ২৩ এপ্রিল আবার ঘোষণা করেছে, একইদিন সকাল নয়টা থেকে সন্ধ্যায় আটটা পর্যন্ত রাজধানী কাঠমন্ডুতে সান্ধ্য আইন আবার বলবত্ হয়েছে।

নেপালের জাতীয় টেলিভিশনে একইদিনে এই নতুন সান্ধ্য আইন ঘোষিত হয়েছে। জানা গেছে, সরকার সান্ধ্য আইন লঙ্ঘনকারীদের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কাঠমন্ডুর স্থানীয় সরকার ২২ এপ্রিল আট ঘন্টার সান্ধ্য আইন বলবত্ হবার ঘোষণা করেছে। তবে বিরোধীদের ব্যাপক বিক্ষোভ মিছিল চলছে। বিক্ষোভকারী ও পুলিশ পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন।

ইরান সংশ্লিষ্ট তথ্য দিয়ে তার পারমাণবিক তত্পরতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে

২১ এপ্রিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাস্থ ইরানের প্রতিনিধি আলি আসগার সুল্তানিয়ে বলেছেন, ইরান সংশ্লিষ্ট তথ্য ও দলিলপত্র দিয়ে তার পারমাণবিক তত্পরতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিষ্কার ধারণা দেবে এবং আন্তর্জাতিক আবণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা আরো জোরদার করবে ।

রাশিয়ার তথ্য সংস্থার সঙ্গে সাক্ষাত্কারে তিনি এই কথা বলেছেন । তিনি আরেকবার ঘোষণা করেছেন যে, ইরান অব্যাহতভাবে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতা চালাবে । ইরানের সকল তত্পরতা আন্তর্জাতিক আণবিক সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হবে ।

একইদিনে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিস্লিয়াক মস্কোয় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোচনা সম্মেলনে বলেছেন, ইরানের উচিত আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে আন্তরিক সহযোগিতা চালানো,যাতে তার পারমাণবিক পরিকল্পনায় আন্তর্জাতিক সমাজের আস্থা পুনরুদ্ধার করা যায় । এই ক্ষেত্রে রাশিয়া ইরানকে বাস্তব সাহায্য দিতে ইচ্ছুক । কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস একইদিনে বলেছেন, ইরান তার পারমাণবিক পরিকল্পনা বন্ধ করার আগে ,ইরানের কাছে অস্ত্র আর সামরিক ও বেসামরিক ব্যবহার্য্য স্পর্শকাতর সরঞ্জামের রপ্তানি নিষিদ্ধ করা উচিত ।

ইরাকের সংসদের অধিবেশনে নতুন নেতৃবৃন্দ নির্বাচিত

২২ এপ্রিল ইরাকের সংসদের অধিবেশনে দেশের গুরুত্বপূর্ণ নেতৃপদে প্রার্থী নির্বাচিত হয়েছে। এটি জাতীয় জোট সরকার গঠনের একটি গুরুত্ব পদক্ষেপ ।

বর্তমান প্রেসিডেন্ট জালাল আল-তালাবানি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন, পরে তাঁর মনোনীত শিয়া সম্প্রযায়ের জাওয়াদ আল-মালিকি নতুন প্রধানমন্ত্রী হিসেবে সংসদের অনুমোদন পেয়েছেন। ইরাকের আইনবিধি অনুযায়ী , মালিকিকে ৩০ তিনের মধ্যে মন্ত্রীসভা গঠন করতে হবে এবং তাদের নামতালিকা সংসদের কাছে দাখিল করতে হবে। সেইদিন ইরাক সংসদের সুন্নি রাজনৈতিক পার্টির কর্মকর্তা মাহমুদ আল-মাশহাদানি স্পীকার নির্বাচিত হন।

একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ইরাকের নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন। বলা যায় তা ইরাকের জাতীয় জোট সরকার গঠনের একটি গুরুত্বপূর্ণ " মাইল ফলক " । তিনি আরো বলেছেন যে নতুন সরকার গঠনে যুক্তরাষ্ট্র আরো প্রচুর কাজ করবে, কিন্তু ইরাকের জনগণ জাতীয় জোট সরকার গঠনের পথে চলেছে।